HSC 1st Year একাডেমিক প্রোগ্রাম

HSC 1st Year একাডেমিক প্রোগ্রাম

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণের লক্ষ্যেই ‘HSC 1st Year একাডেমিক প্রোগ্রাম’ টি সাজানো হয়েছে। যেখানে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সাইন্স বিষয় ৪ টি (পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান) গুছিয়ে পড়ানো হবে। উল্লেখ্য যে, এই সম্পূর্ণ প্রোগ্রামটি বাংলা মাধ্যম / English Version উভয় শিক্ষার্থীদের আলাদা ব্যাচে অনলাইন / অফলাইন মাধ্যমে অনুষ্ঠিত হবে।

►কোর্স সম্পর্কে বিস্তারিত

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের প্রস্তুতি নিশ্চিতকরণে রয়েছে মেধাবী ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা মানসম্মত ক্লাস, গত দিনের ক্লাসের উপর Daily MCQ Exam, সপ্তাহ শেষে Weekly Exam এবং সৃজনশীল উত্তরপত্রের মূল্যায়নসহ অন্য সেবাসমূহ। তাছাড়া এই কোর্সে ভর্তিচ্ছুদের জন্য 1 Week ফ্রি ক্লাস তো রয়েছেই! যার মাধ্যমে তোমরা ক্লাস করে নিজের প্রস্তুতিকে এগিয়ে নিতে পারবে। ক্লাসের পাশাপাশি ধারণা পাবে, সাইন্স-কেয়ার এর এই অফলাইন/অনলাইন প্রাইভেট প্রোগ্রাম কীভাবে তোমাদের প্রস্তুতি নিশ্চিতকরণে সহায়ক ভূমিকা পালন করবে!

►যেসব বিষয় পড়ানো হবে (বাংলা ভার্সন/English Version)

  • পদার্থবিজ্ঞান ১ম পত্র (Physics 1st Paper)
  • রসায়ন ১ম পত্র (Chemistry 1st Paper)
  • উচ্চতর গণিত ১ম পত্র (Higher Math 1st Paper)
  • জীববিজ্ঞান ১ম পত্র (Biology 1st Paper)

►কোর্স বিবরণী (Full Course)

  • 1 Week Free Class
  • বাংলা মাধ্যম / English Version
  • অফলাইন / অনলাইন ব্যাচ
  • মানসম্মত ক্লাস
  • প্রতি শুক্রবার সাপ্তাহিক মডেল টেস্ট
  • প্রতিটি ক্লাসের ক্লাসনোট
  • প্রবলেম সলভিং লেসন
  • বোর্ড পেপার এবং মক এক্সাম
  • বিগত বছরের প্রশ্ন এনালাইসিস করে একই ধরনের প্রশ্ন প্রাকটিস করানো হবে
  • বিগত বছরের প্রশ্ন সমাধান করা হবে
  • মডেল টেস্ট নেয়া হবে
  • মডেল টেস্টের উত্তর দেয়ার পাশাপাশি সল্ভ ক্লাস হবে
  • পর্যাপ্ত সংখ্যক Daily Live & Practice Exam

কোর্স ডিউরেশন & কোর্স ফি (Monthly)

  • ক্লাস সংখ্যাঃ সপ্তাহে ৪ দিন ক্লাস
  • ক্লাস ব্যাপ্তিঃ প্রতিদিন ২ ঘন্টা± ক্লাস
  • কোর্স ফিঃ মাসিক ৩,০০০ টাকা

HSC 2nd Year একাডেমিক প্রোগ্রামটি শুরু করতে আগ্রহী?